প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ পর্ব-০১
- By : Admin
- Category : Uncategorized
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ পর্ব-০১
প্রাচীন যুগ:
১। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি ?- চর্যাপদ
২। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে?- ভুসুকপা
৩। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?- ৬৫০-১২০০ সাল
৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি ? চর্যাপদ
লিঙ্গ ও বচন:
১।‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কি? বীরাঙ্গনা
২। ঈ-প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি? ছাত্রী
৩। নিচের কোন শব্দটি ক্লীবলিঙ্গ? ফুল
৪। বাদশার লিঙ্গান্তর কোনটি? বেগম
সাহিত্যকর্ম ও রচিয়তাঃ
১। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? চিলেকোঠার সেপাই
২।‘অয়োময়’ নাটকরি রচয়িতা কে?- হুমায়ূন আহমেদ
৩।‘শিবমন্দির’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কায়কোবাদ
৪।‘দেবী চৌধুরানী’উপন্যাসটির রচয়িতদা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রচনার শ্রেণী ও উপজীব্যঃ
১। কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?- উপন্যাস
২।‘জন্ডিস’ একটি- নাটক
৩।‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমান রচিত একটি- উপন্যাস
৪। সনেটের কয়টি অংশ?- ২টি
সন্ধি –
১।‘পদ্ধতি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?- পদ্+হতি
২।‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ – আ+চর্য
৩।‘ক্ষধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা+ঋত
৪।‘গবেষণা’ এর সন্ধি বিচ্ছেদ- গো+এষণা
পঙক্তি ও বক্তা
১। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়! পঙ্ক্তিটি
কোন কবির রচনা?- জসীমউদ্দীন
২। আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?- কাজী নজরুল ইসলাম
৩। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা ‘‘আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।’’পঙ্ক্তিটির রচয়িতা কে?- জসীমউদ্দীন
৪।‘আবার আসিব ফিরে ধানসিঁরিটির তীরে’ – কোন কবির কবিতা থেকে নেয়া?- জীবনানন্দ দাশ
,কারক ও বিভক্তি-
১। অহঙ্কার পতনের মূল-বাক্যে নি¤œরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য
২। নেহাল অঙ্কে খুব কাঁচা-বাক্যে নিম্নের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ৭মী
৩।‘সে তোমাকে ভয় পায়’-বাক্যে নিম্নেরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে ২য়া
৪।‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’-বাক্যে নি¤œরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?- সম্প্রদানে ৬ষ্ঠী
সমাসঃ
১। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?- নিত্য সমাস
২। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?- অলুক সমাস
৩।‘ইত্যাদি’ কোন সমাস (ইতি হতে আদি) ?- তৎপুরুষ
৪।‘ঈগল পাখি’ কোন সমাস (ঈগর নামের যে পাখি) ?- কর্মধারয়
No Comments