প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন
- By : Admin
- Category : Uncategorized
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ও ইংরেজি সাজেশনঃ
বাংলাতে ২০ মার্ক আছে…শুধু এই কয়টা অধ্যায় থেকে আপনারা কম করে হলেও ৮টা প্রশ্ন কমন পাবেন ।
সন্ধি বিচ্ছেদ-১ মার্ক
কারক ও বিভক্তি-১ মার্ক
সমাস-১ মার্ক
বানান শুদ্ধি-১ মার্ক
সমার্থক শব্দ-১ মার্ক
বিপরীত শব্দ-১ মার্ক
বাগধারা-১ মার্ক
এককথায় প্রকাশ-১ মার্ক
প্রকৃতি ও প্রত্যয়-০১ মার্ক
রবীন্দ্রনাথ ঠাকুর /কাজী নজরুল ইসলাম- ০১ মার্ক
ইংরেজি সাজেশনঃ
ইংরেজিতে ২০ মার্কের প্রশ্ন হবে ।
Right forms of verb, Parts of speech, Tense,Preposition,Article,Narration, Voice change,noun and pronoun , degree, Number,verb
এই ১১ অধ্যায় থেকে কম করে হলেও ১২টা+ প্রশ্ন পাবেন ।
Idioms and Phrases,Antonym, Synonym, Spelling = ৩টা-৪টা
Translation= এখানে আপনি ১-২টা প্রশ্ন পাবেন।
ইংরেজি সাহিত্য থেকে- ১-২টা প্রশ্ন আসতে পারে ।
গণিতঃ
গণিত থেকে ২০ মার্কের প্রশ্ন হবে
ল.সা.গু ও গ.সা.গু-০১
ঐকিক নিয়ম-০১
অনুপাত ও সমানুপাত-০১
লাভ-ক্ষতি-০১
সুদকষা-০১
শতকরা-০১
বয়স সংক্রান্ত-০১
গড়-০১
বাকি অংশ খুবদ্রুত পোস্ট করা হবে……
যারা নতুন তারা প্রথমে এই অধ্যায় গুলো ভাল করে দেখেন।সকল বিষয়ের আমরা গ্রুত্বপূর্ণ অধ্যায় গুলো পোস্ট করবো আমাদের সাথে থাকেন। ধন্যবাদ …
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন আমাদের ডিজিটাল শিক্ষামূলক ওয়েবসাইট studyonlinebd.com । এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে Daily Exam দিতে পারবেন।একটা অধ্যায় পড়াশুনা করে রাত ৮ঃ৩০ মিনিটে ঐ অধ্যায়ের পরীক্ষা দিতে পারবেন ।
পেইড মেম্বারদের জন্য থাকবে লেকচার শিট, অধ্যায় ভিত্তিক সকল কুইজ ,মডেল টেস্ট, daily Exam সহ অনেক কিছু।
No Comments